জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে ৯ শিক্ষক, ২ জন কর্মকর্তা ও ১ জন কর্মচারীকে বরখাস্ত এবং ২৫৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে সিন্ডিকেট। গত রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জুলাই ২০২৪ রাত ১১টা থেকে ১৫ জুলাই দিবাগত রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং ভিসির বাসভবনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, ছররা গুলী বর্ষণ এবং ১৭ জুলাই ২০২৪ বেলা ৩টায় প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ৯ জন শিক্ষক, ২ জন কর্মকর্তা ও ১ জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে ১০ জন শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া ১৭ জুলাই ২০২৪ তারিখের সিন্ডিকেট সভায় উপস্থিত সিন্ডিকেট সদস্যদের দায় নির্ধারণে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে প্রধান করে পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই সভায় ২৫৯ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে অধিকতর তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাময়িক বরখাস্তকৃত, বহিষ্কৃত এবং অভিযুক্ত শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগপত্র সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।