ইবি সংবাদদাতা:
‘একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’ প্রতিপাদ্যে ছাত্রশিবির ইবি শাখার উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে মেয়েদের হলসহ ৮ টি আবাসিক হলে দুই শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহব্যাপী এই বৃক্ষরোপণ করেছে বলে জানিয়েছে সংগঠনটি।
জানা যায়, ছাত্রশিরিরের কেন্দ্র ঘোষিত কর্মসূচি ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে আম, পেয়ারা, কাঁঠাল, লিচু, জলপাই-সহ নানা ধরনের ফলজ ও ঔষধি গাছের প্রায় দুই শতাধিক চারা রোপণ করা হয়েছে।
ছাত্রশিবির এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে আবাসিক শিক্ষার্থীরা বলেন, “বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ। এর মাধ্যমে আমরা অক্সিজেন, শীতল ছায়া, তরতাজা ফল ও সৌন্দর্যমণ্ডিত ফুল লাভ করব, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেসব হলে গাছপালার পরিমাণ সীমিত, সেসব হলের শিক্ষার্থীরা এই প্রাকৃতিক সুবিধাগুলো থেকে পুরোপুরি উপকৃত হতে পারছে না। শিবিরের এমন একটি সময়োপযোগী উদ্যোগ আমাদের পরিবেশগত চাহিদা পূরণে কার্যকর অবদান রাখবে।”
এবিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মু. মাহমুদুল হাসান বলেন, “ছাত্রী হল-সহ মোট আটটি হলে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। আমরা ফলজ ও ঔষধি গাছের ১০ করে কলম চারা প্রতিটি হলে রোপণ করেছি। এছাড়া ক্যাম্পাসে তালের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছি। আজকে প্রতিটি হল সহ ক্যাম্পাসে প্রায় দুইশত চারা রোপণ করেছি। আশা করছি খুব দ্রুতই এগুলোতে ফল ধরবে এবং আমরা সবাই মিলে উপভোগ করবো। আগামী বছর এসব ফল থেকেই ক্যাম্পাসে ফল উৎসব করবো।”