শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করতে স্নাতক সম্মানে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে—জানালেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। পাশাপাশি কারিগরি ও পেশাগত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এটুআই, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউনিসেফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।

শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভাইস-চ্যান্সেলর।

তিনি জানান, সিলেবাস সংস্কারে আধুনিক প্রযুক্তি ও শিল্পক্ষেত্রের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাতে বিদ্যার্থী জীবন শেষে দীর্ঘসময় বেকার না থেকে দ্রুত চাকরিতে প্রবেশ বা উদ্যোক্তা হিসেবে নিজস্ব কর্মযাত্রা শুরু করতে পারেন। এ সংক্রান্ত পরামর্শ প্রদানে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকরা সরাসরি যুক্ত থাকতে পারবেন বলে জানান তিনি।

সভায় ভাইস-চ্যান্সেলর আরও বলেন, চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় প্রফেশনাল ট্রেইনিং ইনস্টিটিউটের অভাব রয়েছে, যা দ্রুত কাটিয়ে ওঠা জরুরি। কারিগরি ও পেশাগত শিক্ষার প্রসারে নতুন নতুন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পর্ষদের গঠনে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ভাইস-চ্যান্সেলর বলেন, এতে অধ্যক্ষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতবিনিময় সভায় কলেজ পর্যায়ের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরা হয়, যা গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।