একটি বিশেষ ছাত্র সংগঠনকে খুশি করার লক্ষ্যে নির্বাচন পেছানো হয়েছে বলে মন্তব্য করেছেন জবি শাখা ছাত্রশিবির সভাপতি রিয়াজুল ইসলাম।
বুধবার (৫ নভেম্বর) জকসুর তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে রিয়াজুল ইসলাম বলেন, আজকের তফসিল ঘোষনার মধ্যদিয়ে দলকানা ও ক্ষমতার কাছে মাথা নত করার সংস্কৃতি চালু করেছে নির্বাচন কমিশন।
তিনি আরো বলেন, আমরা দেখেছি গত ২ নভেম্বরের মতবিনিময় সভায় একটি ছাত্র সংগঠন নির্বাচন পেছানোর জোরাজোরি করে। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে মাত্র একটি ছাত্র সংগঠনকে খুশি করার লক্ষ্যে ২৬ দিন নির্বাচন পিছিয়েছে কমিশন। যা শিক্ষার্থীদের সাথে প্রতারণা এবং নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরনের বহিঃপ্রকাশ। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা এমন এক পাক্ষিক অচারণ এবং দূর্বল সীদ্ধান্তে মর্মাহত।
নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে জবি শিবির সভাপতি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ চিন্তা করে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করবো এবং প্রত্যাশা করবো যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ তাদের আত্মসম্মানের কথা বিবেচনা এমন এক পাক্ষিক আচরন থেকে বিরত থাকবেন। পাশাপাশি নির্ধারিত তারিখে সবার জন্য সমান সুযোগ রেখে অবাধ নির্বাচন বাস্তবায়ন করবেন।
উল্লেখ্য, আজ বুধবার( ৫ ডিসেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে ২২ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করায় তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।
সংবাদ সম্মেলনে জবি শিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ, বায়তুলমাল সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।