চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রেক্ষিতে ছাত্রদল সমর্থিত প্যানেল ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে। গতকাল বুধবার বিকেল ৩:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করেন।
ভিপি প্রার্থী হৃদয় বলেন, “ইশতেহার প্রণয়নের আগে আমরা শিক্ষার্থীদের কাছে গিয়েছি, তাদের দাবি ও প্রত্যাশা শুনেছি। সেই ভিত্তিতেই ৮ দফা ইশতেহার তৈরি করা হয়েছে। আমরা এগুলো বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করব।”
ঘোষিত ইশতেহারে মূল বিষয়গুলো হলো: শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে আধুনিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নির্মাণ। মানসম্মত খাদ্য ও আবাসনের অধিকার নিশ্চিত করা। শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদান। নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ ক্যাম্পাস এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ। স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা। সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমের বিকাশ। ক্যারিয়ার গঠনে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। সংবাদ সম্মেলনে প্যানেলের জিএস প্রার্থী শাফায়াত হোসেন, এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক*, অন্যান্য সদস্য এবং ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।