আজ রোববার (২৪ আগস্ট) থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসাসমূহের এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) ২০২৩ সালের পরীক্ষা শুরু হবে। সকাল দশটা থেকে পরীক্ষা আরম্ভ হয়ে দুপুর দুইটা পর্যন্ত চলবে।
এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান পরীক্ষা কেন্দ্রের উপযুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। এবারের পরীক্ষায় সারাদেশের মোট ৪৯টি কেন্দ্রে পাচঁটি বিষয়ে এক বছর মেয়াদী (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে। আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত পরীক্ষা চলবে। প্রেস বিজ্ঞপ্তি।