রংপুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের সাথে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ৯ ডিসেম্বর, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকাত আলী এবং বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের পক্ষে বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজম চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে বেগম রোকেয়ার জীবনাদর্শ, সাহিত্য, সমাজ সংস্কার মূলক কাজ ও মুক্ত চিন্তার উপর সমন্বিত গবেষণার নতুন দ্বার উন্মোচি তহবে। পাশাপাশি প্রকাশনা, যৌথ সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন, আর্কাইভ ও তথ্য ভান্ডার ব্যবহার এবং গবেষণামূলক প্রকাশনা তৈরিতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে।