কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা ঃ কুষ্টিয়ায় হাজী শরীয়তুল্লাহ দারুল কুরআন হাফিজিয়া মাদরাসার নতুন হাফেজদের পাগড়ি প্রদান করা হয়েছে। গতকাল ১৬ মে শুক্রবার শহরতলীর মোল্লা তেঘরিয়ায় মাদরাসার আব্দুল ওয়াহেদ (রাহিঃ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসীন।

মাদরাসার সভাপতি অধ্যাপক ফরহাদ হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম ও বিশিষ্ট ইসলামীক স্কলার মুফতি মাওলানা আমির হামজা।

মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়ামিন হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার পরিচালক মোহাম্মদ খাইরুল ইসলাম রবিন। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান।

অনুষ্ঠানে মাদরাসার ছাত্র মোহাম্মদ সানাউল্লাহ আরবি ভাষায় বক্তব্য দেয়। ইংরেজি ভাষায় বক্তব্য দেয় সাইদুর রহমান ও রাফিউল ইসলাম রিফাত।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম কামিল মাদরাসার অধ্যক্ষ তারিকুর রহমান, বিবি আছিয়া বালিকা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল ইসলাম, জেলা উলামা পরিষদের সভাপতি বিশিষ্ট আলেম মাওলানা জুলফিকার আলী, লেখক হাফেজ রফিক উদ্দিন আহমেদ, মাদরাসার প্রতিষ্ঠাতা, সাবেক সুপার ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ নতুন হাফেজদের ক্রেস্ট ও পাগড়ি প্রদান করেন।