শিক্ষাঙ্গন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বগুড়া আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বগুড়া আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করলেন ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বগুড়া আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করলেন ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বগুড়া টিটু মিলনায়তনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আঞ্চলিক কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এর ফলে বগুড়াবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য এটি এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ আশা প্রকাশ করেন।
উদ্বোধনী সভায় ভিসি বলেন, “শুধুমাত্র নামের কারণে বিশেষ এই জেলাকে দীর্ঘদিন রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। আর এজন্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে বগুড়াকে এই আঞ্চলিক কেন্দ্রের জন্য বেছে নিয়েছি। তিনি আরও বলেন, “এই কেন্দ্রের মাধ্যমে তিন শতাধিক কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সহজতর হবে এবং শিক্ষার্থীদের আর রাজশাহী বা ঢাকায় যেতে হবে না।
এছাড়াও কলেজগুলোর গভর্নিং বডির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তা সাথে সাথেই বাতিল করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন উপাচার্য। তিনি বলেন, “মব জাস্টিসের মাধ্যমে শিক্ষকদের অসম্মান করার সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না। এমপিওভুক্ত শিক্ষকদের জীবনমান উন্নয়নে সরকারের আরও পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে অধ্যাপক আমানুল্লাহ বলেন, “বাংলাদেশের আশেপাশের দেশগুলো শিক্ষা, শিল্প ও উন্নয়নে অনেক এগিয়ে গেছে, যেখানে আমরা পিছিয়ে রয়েছি। বিগত সরকার উচ্চশিক্ষার সিলেবাসকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে উদ্যোগ নেয়নি। কিন্তু আমরা সিলেবাস সংস্কার করে শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রস্তুত করছি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন পরিকল্পনার বিষয়ে তিনি জানান, “এ বছর থেকে ভর্তি পরীক্ষা চালু করা হচ্ছে, কলেজগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে সকল লেনদেন ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে এবং শিক্ষকদের দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।