জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, “দেশে উচ্চশিক্ষার কাঙ্ক্ষিত মানোন্নয়ন নিশ্চিত করতে হলে সর্বাগ্রে কলেজ পর্যায়ের শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। কারণ, কলেজের শিক্ষার মান উন্নয়ন ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার গুণগত পরিবর্তন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে কলেজ শিক্ষার মানোন্নয়ন। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় তার অধিভুক্ত ২৫০টি কলেজকে মডেল কলেজ হিসেবে গড়ে তোলার কার্যক্রম হাতে নিয়েছে এবং শতবর্ষী কলেজগুলোকে চিহ্নিত করে গবেষণাভিত্তিক কার্যক্রমে মনোনিবেশ করতে যাচ্ছে।”
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ দপ্তর কর্তৃক আয়োজিত অনলাইনভিত্তিক তিনদিনব্যাপী “ট্রেনিং ফর টিচার্স অন রিসার্চ ম্যাথোডলজি” কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কোর্সে দেশের বিভিন্ন অঞ্চলের ৪০টি কলেজের ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অধ্যাপক আমানুল্লাহ বলেন, “বর্তমান শিক্ষাব্যবস্থা কাঙ্খিত মান থেকে অনেক দূরে। শিক্ষার গুণগত মান তলানিতে ঠেকেছে। যে দেশে শিক্ষকদের জীবনের মৌলিক প্রয়োজনই উপেক্ষিত, সে দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা রীতিমতো অসম্ভব।”
তিনি আক্ষেপ করে বলেন, “আজও আমাদের পাঠ্যক্রম, সিলেবাস ও শিক্ষাদান পদ্ধতি মান্ধাতার আমলে রয়ে গেছে। এই কাঠামোর ভেতরে থেকে শিক্ষক-গবেষকদের কার্যকর ভূমিকা পালন করা দুষ্কর।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান। তিনি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ম্যাথোডলজি বিষয়ক প্রশিক্ষণ একটি যুগান্তকারী উদ্যোগ। মন্ত্রণালয় এই প্রয়াসকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক মোঃ লুৎফর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ এবং রিসার্চ পারসন হিসেবে অস্ট্রেলিয়ার সিডনি থেকে অধ্যাপক ড. শাহ এহসান হাবীব ও মাসুম বিল্লাহ এবং কানাডা থেকে ড. জালাল উদ্দীন অনলাইনে যুক্ত হন।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ভারপ্রাপ্ত ডিন, রেজিস্ট্রার ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছাঃ সালমা পারভীন।