DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

শিক্ষাঙ্গন

সভাপতি-সেক্রেটারির দ্বন্দ্ব

ডুয়েটে ছাত্রদলের ১৫ জনের পদত্যাগ

কমিটি ঘোষণার পরপরই ভেতরের অসন্তোষ প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে, কমিটিতে অছাত্র, বিবাহিত এবং ছাত্রলীগের অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হয়েছে। ফলে শনিবার রাতেই সভাপতি আশরাফুল হকসহ ১৫ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন।

Screenshot_3

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রদলের নবগঠিত ২৮ সদস্যের কমিটি ঘোষণার পরপরই তীব্র অভ্যন্তরীণ কোন্দল ফুঁসে উঠেছে। কমিটিতে ছাত্রলীগের অনুপ্রবেশ, এবং বিবাহিতদের অন্তর্ভুক্তির ইস্যুতে সভাপতি মো. আশরাফুল হকসহ ১৫ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন, যা দলটির অভ্যন্তরীণ সংকটকে আরও স্পষ্ট করেছে।

শনিবার (১ মার্চ) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডুয়েট ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন করা হয়। মো. আশরাফুল হককে সভাপতি, মো. রুকন আলীকে সিনিয়র সহ-সভাপতি এবং মো. জামিরুল ইসলাম (জামিল) কে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। পাশাপাশি ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু কমিটি ঘোষণার পরপরই ভেতরের অসন্তোষ প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে, কমিটিতে অছাত্র, বিবাহিত এবং ছাত্রলীগের অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হয়েছে। ফলে শনিবার রাতেই সভাপতি আশরাফুল হকসহ ১৫ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগপত্রে নেতারা লিখেছেন, "আমাদের অভিযোগ আমলে না নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব একতরফাভাবে কমিটি ঘোষণা করেছে। গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি উপেক্ষা করা হয়েছে।"

সহসভাপতি হাসান আল বান্না, আব্দুল কাদের, শাহ আলম মিয়া, রফিকুল ইসলাম মিয়া, মো. ইব্রাহীম, শাকিল আহমেদ, মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সিকদার, সহসাংগঠনিক সম্পাদক আবু সালেহ মানিক, দপ্তর সম্পাদক সাহেদ আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক তৌফিক এলাহী, ক্রীড়া সম্পাদক রাকিব হোসেন মজুমদার।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হাফিজুল্লাহ হীরা বলেন, "কমিটির সাধারণ সম্পাদক জামিরুল ইসলামকে শিবির ট্যাগ দেওয়া হলেও তদন্ত করে দেখা গেছে, এই অভিযোগের ভিত্তি নেই। এটা অভ্যন্তরীণ কোন্দলের ফলাফল হতে পারে।"

চরম উত্তেজনার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ডুয়েট ছাত্রদলের নতুন কমিটি স্থগিত ঘোষণা করেছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে এবং ঘোষিত কমিটির কোনো সদস্য তাদের পদবি ব্যবহার করতে পারবেন না।

একই সঙ্গে ১৫ জনের পদত্যাগের কারণ খতিয়ে দেখতে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি রিয়াজুর রহমান ও সজীব মজুমদার।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনাটি বিএনপির ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ বিভক্তির একটি বড় উদাহরণ। কমিটি নিয়ে এ ধরনের সংকট ছাত্রদলের সাংগঠনিক দুর্বলতাকে সামনে এনেছে। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় কমিটি কী সিদ্ধান্ত নেয় এবং ডুয়েটের ছাত্ররাজনীতির ভবিষ্যৎ কোন পথে এগোয়।