রাবি রিপোর্টার : শহীদ ড. শামসুজ্জোহার কবর জিয়ারতের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) অফিসিয়াল কার্যক্রম শুরু করেন নবনির্বাচিত সদস্যরা। গতকাল সোমবার সকাল পৌনে ১১টার দিকে তারা এই কবর জিয়ারত করেন।
এসময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আজ শহীদ শামসুজ্জোহা স্যারের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা রাকসুর কার্যক্রম শুরু করেছি। স্যার যেভাবে শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। তার আদর্শ ও চেতনাকে ধারণ করে নবনির্বাচিত প্রতিনিধিদের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই, আল্লাহ সেই তৌফিক দান করুক।’ পরে তারা বিশ্ববিদ্যালয়ের কবরস্থানও জিয়ারত করেন। পরবর্তী সময়ে তারা জুলাই আন্দোলনে রাজশাহীর দুজন শহীদের কবর জিয়ারত এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বির, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক জায়িদ হাসান, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক আবু সাঈদ, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক মো. নয়ন হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মো. দীপ মাহবুব ও মো. ইমজিয়াউল হক কামালি।