বর্তমানে প্রযুক্তিই হচ্ছে উন্নয়নের মূল চালিকাশক্তি। গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে মানবিক মূল্যবোধ ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে আমরা একটি টেকসই, প্রযুক্তিনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারব—এমন মন্তব্য করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি আরও বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের হাত ধরে আমাদের সামনে যেমন এসেছে নতুন সম্ভাবনা, তেমনি চ্যালেঞ্জও। তবে যদি আমরা মানবিকতা ও উদ্ভাবনী শক্তিকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে পারি, তাহলে পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারব। তিনি শুক্রবার (২৭ জুন) সকালে ডুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে শুরু হওয়া দুইদিনব্যাপী “নেক্সট জেনারেশন কম্পিউটিং, আইওটি অ্যান্ড মেশিন লার্নিং শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সম্মেলনের চীফ প্যাট্রন হিসেবে ভিসি বলেন, “এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অব থিংস (ওড়ঃ), বিগ ডেটা, সাইবার-ফিজিক্যাল সিস্টেমসহ প্রযুক্তির নবদিগন্ত উন্মোচিত হচ্ছে। গবেষণার মাধ্যমে এসব প্রযুক্তির বাস্তব প্রয়োগ নিশ্চিত করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করাই ডুয়েটের লক্ষ্য। আমি আশাবাদী, দেশ-বিদেশের গবেষক ও প্রযুক্তিবিদদের অংশগ্রহণে এই সম্মেলন নতুন প্রজন্মের গবেষকদের সামনে নতুন নতুন চিন্তা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মা. আরফিন কাওসার বলেন, “আগামী প্রজন্মের কম্পিউটিং শুধু গতির প্রশ্ন নয়, এটি বুদ্ধিমত্তা, অভিযোজনশীলতা এবং আত্মসংযোগেরও বিষয়। এই সম্মেলন আমাদের জন্য এমন একটি মঞ্চ, যেখানে জ্ঞান আর সৃজনশীল কল্পনা মিলিত হয়ে ভবিষ্যৎ নির্মাণের পথ দেখাবে। আমাদের মেধাবী শিক্ষার্থীরা ইতোমধ্যে রোবটিক্স, অটোমেশন ও বুদ্ধিদীপ্ত প্রযুক্তি উদ্ভাবনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, যা আমাদের গর্বিত করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলনের জেনারেল চেয়ার ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ড. মমতাজ বেগম, অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. মো. নাছিম আখতার, টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফ এবং আই ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কে. এম. আজহারুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং আল-সুলতান আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হেরওয়ান সুলাইমান।

উল্লেখ্য, এবারের কনফারেন্সে মোট ১৫৭টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, জাপান, মালয়েশিয়া, নরওয়ে ও কোরিয়াসহ বিভিন্ন দেশের ৩০০ জনের বেশি গবেষক ও প্রযুক্তিবিদ অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে ডুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ উপস্থিত ছিলেন।