ফ্যাসিস্ট, স্বৈরাচার ও খুনি হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণায় মৃত্যুদণ্ড নিশ্চিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশে শুকরানা মিছিল করেছে টঙ্গী তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মাদরাসার প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এশিয়া পাম্প মোড়ে এসে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।

মিছিলে অংশ নেয়া হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষের কণ্ঠে ধ্বনিত হয় স্লোগান— ন্যায়বিচারের জয় হোক, ফ্যাসিবাদের পতন হোক— যেন বিজয়ের উল্লাসে মুখর এক মিছিলের তরঙ্গ।

সমাবেশে সভাপতিত্ব করেন টাকসু'র ভিপি মুহাম্মদ ইকবাল কবির, জিএস সাইদুল ইসলাম সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও টাকসুর সাবেক ভিপি ড. হাফিজুর রহমান। তিনি বলেন, এই রায় শুধু একটি শাস্তি নয়—এটি জাতির আত্মমর্যাদার পুনর্জাগরণ, আমাদের দীর্ঘদিনের অন্যায়ের বিরুদ্ধে জয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী সদস্য নুর মোহাম্মদ মন্ডল এবং নেয়ামত উল্লাহ শাকের, টাকসুর সাবেক ভিপি মুহাম্মদ খাইরুল আনাম।

বক্তারা বলেন, রায়টি মানবিক ন্যায়বিচারের বিজয় বহন করে, তাই আল্লাহ্‌র প্রতি শুকরিয়া জ্ঞাপন করতেই এ মিছিলের আয়োজন।

এ ছাড়া মিছিলে ছাত্রসংসদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও অসংখ্য শিক্ষার্থী অংশ নেন, যাদের কণ্ঠে ছিল হিংস্র স্বৈরাচারের বিরুদ্ধে বিদ্রোহের ভাষা, আশা ও পরিবর্তনের সুর।