আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ১০৭তম সভা অনুষ্ঠিত হলো। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম।

গতকাল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, বোর্ড অব ট্রাস্টিজ সদস্য প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, প্রফেসর ড. শামীম উদ্দিন খান, প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া, প্রিন্সিপাল মোহাম্মদ তাহের, প্রিন্সিপাল আমিরুজ্জমান, এডভোকেট শামসুদ্দিন আহমেদ মির্জা, প্রফেসর ড. শামসুদ্দিন আহমদ, প্রফেসর ড. নেসারুল করিম, মোহাম্মদ জাফর সাদেক, ডা. এ. কে. এম. ফজলুল হক, আনোয়ার সিদ্দিক চৌধুরী এবং অফিস অব দ্য বোর্ড অব ট্রাস্টিজ-এর পরিচালক মোহাম্মদ শফিউল আলম।

সভায় বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষক নিয়োগ , অবকাঠামোগত উন্নয়ন এবং একাডেমিক অগ্রগতি বিষয়ক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসব সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা করা হয়। সভা শেষে বোর্ড চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ধারাকে আরও গতিশীল করতে সকল সদস্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।