শহিদুল্লাহ মনসুর, জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গত রোববার সন্ধ্যা ৭টায় জাকসু’র অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তথ্যমতে, মোট ২৭৬টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২০টি মনোনয়ন বাতিল করা হয়েছে। ফলে চূড়ান্তভাবে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬ জন।
প্রকাশিত তালিকা বিশ্লেষণে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন জমা পড়েছে ২০টি। সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৭টি, নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৯টি এবং পুরুষ এজিএস পদে ২১টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ১৩টি, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে ১৩টি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৯টি, সাংস্কৃতিক সম্পাদক ৯টি এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ১১টি মনোনয়ন জমা পড়েছে।
এছাড়া নাট্য সম্পাদক পদে ৭টি, ক্রীড়া সম্পাদক ৫টি, নারী সহ-ক্রীড়া সম্পাদক ৬টি ও পুরুষ সহ-ক্রীড়া সম্পাদক পদে ৬টি করে মনোনয়ন দাখিল হয়েছে। তথ্য ও প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ১৪টি, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ১৪টি, নারী সহ-সমাজসেবা সম্পাদক পদে ৫টি এবং পুরুষ সহ-সমাজসেবা সম্পাদক পদে ৯টি মনোনয়ন জমা পড়েছে।
অন্যদিকে স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে ১২টি, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ৭টি, নারী কার্যকরী সদস্য পদে ১৭টি এবং পুরুষ কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ৩২টি মনোনয়নপত্র জমা পড়েছে।