রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে গত শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। আজকের পরীক্ষায় মোট ৯,০৪৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ৫৯২ জন। উপস্থিতির হার ৯৩.৮৬।
পরীক্ষা চলাকালে প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ পরীক্ষার হলসমূহ ঘুরে দেখেন। তাঁরা পরীক্ষার সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।