গত ২১ জুলাই ২০২৫। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এবং সমগ্র জাতির জন্য একটি বেদনাদায়ক দিন। এ দিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ডিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসে একটি দোতলা ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণরত অবস্থায় বিষান্ত হয়। বেলা ১টায় স্কুল ছুটি হয়ে যাওয়ায় তখন অভিভাবকদের জন্য শুধু স্বল্প সংখ্যক শিক্ষার্থী অপেক্ষারত অবস্থায় ছিল। এ সময়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আজ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মাইলস্টোন স্কুল শাখার ২৭ জন শিক্ষার্থী, ০২ জন শিক্ষক, ০৩ জন অভিভাবক এবং ০১ জন আয়া। মর্মান্তিক এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৪ জন।
বেদনাদায়ক এই দুর্ঘটনার পর সংশ্লিষ্ট প্রতিটি সংস্থার দ্রুত উদ্ধার তৎপরতা গণমাধ্যমের সহায়তায় লক্ষ্য করেছে সমগ্র জাতি। ঐক্যবদ্ধভাবে এই বিপদ কাটিয়ে ওঠার জন্য ছাত্রছাত্রী, অভিভাবকগণ, শিক্ষক-শিক্ষিকাগণ এবং সকল কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী এবং অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সংশ্লিষ্ট সকল সংস্থা ও বাহিনীর প্রতি যারা জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছিলেন। মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেন সকল মিডিয়া ও সংবাদ কর্মীদের প্রতি যারা মানবিক দৃষ্টিকোন থেকে ঘটনার ভয়াবহতাকে মানুষের দৃষ্টিগোচর করেছেন।
দীর্ঘদিন বন্ধ থাকার পর দুর্ঘটনার ক্ষত মুছে সম্মানিত অভিভাবকগণের সার্বিক সহযোগিতায় বুধবার, ৬ আগস্ট থেকে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম শুরুর পাশাপাশি কাউন্সিলিং কার্যক্রম অব্যাহত রেখেছে মাইলস্টোন কলেজ শাখা। সকলের সার্বিক সহযোগিতায় সোমবার, ১১ আগস্ট থেকে কাউন্সিলিংয়ের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে ফেরার চেষ্টা করছে মাইলস্টোন স্কুল শাখা। ক্ষতিগ্রস্ত ভবনের ছাত্রছাত্রীদের নতুন ভবনে স্থানান্তরিত করা হয়েছে। গত সোমবার, ১১ আগস্ট; বিমান দুর্ঘনায় হতাহত পরিবারের সদস্য এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রতিনিধিদের সাথে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাক্ষাত করে কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার মহোদয়। এসময় মাইলস্টোন কলেজের প্রতিনিধিগণ হতাহত পরিবারগুলোর পাশে থাকার জন্য উপদেষ্টা ও সরকারের প্রতি আহবান জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে যথাযথ সহায়তা পেতে পারেন সেব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।
গতকাল ১২ আগস্ট সকাল বেলা মাইলস্টোন কলেজের সামনের ডিয়াবাড়ি চত্বরে মানববন্ধন করেছে দুঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও স্বজনরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কৃর্তৃপক্ষ তাদের যৌক্তিক দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ গুণগতমানের শিক্ষা প্রদান করে আসছে যা তাদের একাডেমিক ফলাফলের পরিসংখ্যানে ফুটে উঠবে। এখানে জোর করে কোচিং করানোর মতো কোন ঘটনা ঘটেনি। প্রয়োজনে রিকোভারি বা বিশেষ ক্লাশের মাধ্যমে পাঠ সম্পন্ন করা হয়। মূলত। বিমান দুর্ঘটনার দিনের হতাহত শিশুরা ছিলেন ক্লাশ শেষের খেলাধুলা, গল্প আড্ডায়রত। কেউ কেউ অপেক্ষা করছিলেন অভিভাবক কখন এসে তাদের নিয়ে যাবে। বাস্তবে জোর করে আটকে রাখার মতো কোন ঘটনা ঘটেনি। এছাড়াও মানববন্ধন চলাকালে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের বরাতে একটি চিঠির প্রসঙ্গ আসে। যাতে জোর করে অভিভাবকদের স্বাক্ষর গ্রহণ করার কথা জানানো হয়। মূলত: সাংবাদিকদের মাধ্যমেই অপতথ্যমূলক এরূপ চিঠি কলেজ অধ্যক্ষের দৃষ্টি গোচর হয়। বাস্তবতা হলো, চিঠিটি মাইলস্টোন সংশ্লিষ্ট নয়। উল্লেখিত চিঠি মাইলস্টোন কলেজের নির্ধারিত প্যাডে বা অধ্যক্ষের কোন স্বাক্ষরও প্রদর্শিত হয়নি তাই কলেজ কর্তৃপক্ষ এধরনের চিঠির কোন দায় গ্রহণ করবে না। নানা ধরনের অপতথ্য ও গুজব ছড়ানো হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ডিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসটি নিয়েও। বাস্তবতা হলো, বিমান চলাচলের কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস কোনরূপ ঝুঁকির মধ্যে নেই। ইতোমধ্যে বিমান নিরাপত্তা বিশ্লেষক ও অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা এ বিষয়ে তাদের অভিমত জানিয়েছেন। তাছাড়া ক্যাম্পাসের প্রতিটি ভবন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নির্মিত। অতএব, সংশ্লিষ্ট বিষয়গুলোতে যে কোন অনৈতিক প্রচারণা বা গুজবে কান না দেওয়া জন্য সকলকে অনুরোধ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। প্রেসবিজ্ঞপ্তি।