মো: সামিউল ইসলাম, জবি সংবাদদাতা : ভূমিকম্প আতঙ্কে বন্ধ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দীর্ঘ ১৪ দিনের ছুটির পর আগামী সোমবার খুলতে চলেছে। একই সাথে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর ভোট গ্রহণের তারিখ ফের পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে ভিসি অধ্যাপক ড. মো. রেজাউল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সকল পরীক্ষা আগামী সপ্তাহের সোমবার (৮ ডিসেম্বর) থেকেই শুরু হতে যাচ্ছে। একইসাথে মঙ্গলবার থেকে ক্যাম্পাসে সশরীরে ক্লাস শুরু হবে।
জকসুর সংশোধিত তফসিল ঘোষণা: এদিকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন-২০২৫-এর সংশোধিত নতুন তফসিল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
প্রকাশিত পরিবর্তিত তফসিল অনুযায়ী ডিসেম্বরের হবে নির্বাচন। প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ তারিখ; চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ তারিখ; মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর সকাল ৯টা-বিকাল ৩টা; প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ তারিখ; ১৩ দিন চলবে নির্বাচনী প্রচারণা ১৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত; ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণা ৩০ অথবা ৩১ ডিসেম্বর।