শিক্ষাঙ্গন
জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নরসিংদীর গাবতলি ঐতিহাসিক জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল সোমবার মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
Printed Edition

পলাশ ( নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর গাবতলি ঐতিহাসিক জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল সোমবার মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক শায়খ সাইয়্যেদ কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের ১ম পর্ব ক্রীড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্জুর এলাহী সদস্য সচিব নরসিংদী জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ এবং সদস্য মাদরাসা ট্রাস্ট। বিশেষ অতিথি সাইয়্যেদ উছামাহ আল মুছাদ্দিক সেক্রেটারি জামেয়া কাসেমিয়া ট্রাস্ট নরসিংদী। উদ্বোধন করেন ফারুক উদ্দিন ভুইঁয়া যুগ্ম আহ্বায়ক নরসিংদী জেলা বিএনপি ও সদস্য জামেয়া কাসেমিয়া ট্রাস্ট নরসিংদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছলেহুদ্দীন জেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী, জহিরুল ইসলাম মানিক মিয়া, আবদুল হালিম, জাহেদুল কবির জাহিদ এড, আমিরুল ইসলাম আমির, আম্মার জাফরী, ইঞ্জিঃ মনির হোসেন, হাফেজ মোঃ আইনুদ্দি, জহিরুল ইসলাম জহির। এছাড়াও ২য় পর্বে এ, বি বোরহান উদ্দিন ভুইঁয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাশেদ হোসেন চৌধুরী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী। বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন ডাঃ মোঃ সৈয়দ আমিরুল হক শামীম, ফারজানা আলম, মো. আকরাম হোসেন, ফারজিন আক্তার মুমু, আঃ মালেক, মোঃ শামসুজ্জামান, আছমা জাহান সরকার, আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান মনির এবং খাদিজাতুল কুবরা। পরিচালনা পর্ষদের অন্যতম শায়খ ডঃ আ ন ম রফিকুর রহমান আল মাদানি রেক্টর জামেয়া কাসেমিয়া নরসিংদী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবদুছ ছামাদ আজাদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা নরসিংদী।