জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তরী স্কুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নতুন পোশাক প্রদান করা হয়।
সোমবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে তরী চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তরী স্কুলের সভাপতি, সেক্রেটারি, শিক্ষা কার্যক্রম সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদবস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশু মরিয়ম জাহান তাহিরা বলেন, "আমি ২য় শ্রেণিতে পড়ি। নতুন জামা পেয়ে অনেক ভালো লাগছে। ঈদের দিন এটা পরে ঘুরবো। ভাইয়াদের ধন্যবাদ নতুন জামা দেওয়ার জন্য।"

সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাজ বলেন, "আমি ঈদের জন্য একটা শার্ট পেয়েছি। খুব ভালো লাগছে। নতুন জামা পরে দেশের বাড়ি পিরোজপুরে যাবো।"
প্রথম শ্রেণির শিক্ষার্থী হাবিহা বুশরা বলেন, "আমি একটা গেঞ্জি পেয়েছি। এটা পরে ঈদের দিনে মায়ের সাথে নানার বাড়ি ঘুরতে যাবো।"
তরী স্কুলের সভাপতি সাফায়েত মীর বলেন, "প্রতিবছর আমরা তরী স্কুলের শিশুদের জন্য ইফতার আয়োজন করি। এবার আমরা নতুন কিছু করার পরিকল্পনা নিই। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাই নতুন পোশাক পরে আনন্দ করে, তাই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আমরা তাদের মাঝে নতুন পোশাক বিতরণ করি।"
তিনি আরও জানান, এবারের কর্মসূচিতে প্রায় ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, Miassin For Advancement And Reliable Change (MARCH) সংগঠনের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।