চট্টগ্রাম নগরীর বন্দর থানার বে-টার্মিনাল এলাকা থেকে শামিম মাসুদ খান (২৬) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।দুপুরে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহত শামিম মাসুদ খান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, শামিমের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার প্রাথমিক অনুসন্ধান শেষে তদন্তভার বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।