রাজশাহী শিক্ষাবোর্ডে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার (এইচএসসি) পরীক্ষার্থী কমেছে। গত বছরের তুলনায় এবছর এইচএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৯৩২ জন। এ বছর এইচএসসি পরীক্ষা শুরু হবে ২৬ জুন থেকে।

গত বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিল এক লাখ ৩৭ হাজার ১৮৪ জন। এ বছর শিক্ষার্থী সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ২৫২ জনে। এরমধ্যে ৬৮ হাজার ছাত্র ও ছাত্রী ৬৪ হাজার। এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর অ.ন.ম. মোফাখখারুল ইসলাম বলেন, প্রতিবছর তো পরীক্ষার্থী এক থাকে না। কোনো বছর বাড়ে, আবার কোনো বছর কমে। পরীক্ষা নেয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

করোনাক্রান্ত রোগীর লাশ উদ্ধার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শৌচাগার থেকে মনসুর রহমান (৬৫) নামে করোনা আক্রান্ত এক রোগীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ছিলেন।

রামেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র আমিনুল ইসলাম কটন জানান, মনসুর রহমান দীর্ঘদিন ধরে ফুসফুসের সিওপিডি রোগে ভুগছিলেন। গত ৯ জুন তিনি শ্বাসকষ্ট নিয়ে মেডিসিন ইউনিটে ভর্তি হন। ভর্তি থাকার সময় তার মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। ১৬ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে তাকে হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে সকালে তিনি শৌচাগারে যান এবং দীর্ঘ সময় ফিরে না আসায় সন্দেহ দেখা দেয়। অন্যান্য রোগীর স্বজনেরা ভেতর থেকে পড়ে যাওয়ার শব্দ শুনে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। শৌচাগারের দরজায় ভেতর থেকে ছিটকিনি লাগানো থাকায় সঙ্গে সঙ্গে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে গণপূর্ত বিভাগের সহায়তায় ছিটকিনি ভেঙে শৌচাগারে ঢুকে মনসুর রহমানকে মৃত অবস্থায় পাওয়া যায়।