পবিত্র ঈদ উল আজহায় জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে শহিদ শ্রাবণ গাজী ও শহিদ মারুফের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় সংগঠনের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, “শহিদ পরিবারের প্রতি জাতির ঋণ শোধ হওয়ার নয়।”

শনিবার (৭ জুন) সাভারের শহিদ শ্রাবণ গাজীর এবং ঢাকার মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির পাশে শহিদ মারুফের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান এবং শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (সাকি)। এ সময় তাঁরা শহিদদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

মহিবুর রহমান মুহিব আরও বলেন, “দীর্ঘ দিনের ফ্যাসিবাদকে উৎখাত করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অনবদ্য অবদান রেখেছেন জুলাইয়ের শহিদগণ। তাঁদের কাছে শুধু আমরাই নই, পুরো জাতি ঋণী। এ ঋণ শোধ হওয়ার নয়। স্বাধীন বাংলাদেশের এই প্রথম ঈদুল আজহায় শহিদ পরিবারদের সঙ্গে ঈদ করতে পারা আমাদের জন্য গর্বের। আমরা আগামী দিনেও শহিদ পরিবারগুলোর পাশে থাকব ইনশাআল্লাহ।”

শ্রাবণ গাজীর পিতা মান্নান গাজী বলেন, “ঈদের দিনে কেবল শিবিরের নেতৃবৃন্দই আমাদের সাথে সাক্ষাৎ করেছেন। অন্য কোনো সংগঠন আমাদের খোঁজ নেয়নি। শিবির তাঁদের কৃতজ্ঞতাবোধ থেকে এসেছে, তাঁদের জন্য দোয়া করি। অন্যরা হয়তো আমাদের স্মরণ করার প্রয়োজন বোধ করেননি। আমার ছেলে যদি কোনো অবদান রাখে, আল্লাহ সেটির প্রতিদান দেবেন। আমি সবসময় আল্লাহর সাহায্য কামনা করি।”

উল্লেখ্য, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এদিন ছাত্রশিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে শহিদদের কবর জিয়ারতের পাশাপাশি মধ্যাহ্নভোজ, গোশত বিতরণসহ নানা আয়োজন করা হয়।