তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ‘অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের তথ্যপ্রযুক্তি ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস এম আমানুল্লাহ ও এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) যুগ্ম সচিব মোঃ রশিদুল মান্নাফ কবীর এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “শিক্ষার্থীদের বাস্তবমুখী তথ্যপ্রযুক্তি জ্ঞান অর্জন জরুরি। এজন্য চাহিদাভিত্তিক ও জীবনঘনিষ্ঠ পাঠ্যক্রম প্রণয়ন দরকার।
ভিসি প্রফেসর ড. এস এম আমানুল্লাহ বলেন, “ দেশের ৭০% উচ্চশিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় পড়াশোনা করে। তাদের জন্য তথ্যপ্রযুক্তি শিক্ষা ও চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় উপযোগী দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।্ তিনি শিক্ষকদেরও কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে উৎসাহিত করেন।
তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, “এই চুক্তি একটি বড় সংস্কার প্রচেষ্টার অংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর মোঃ লুৎফর রহমান, প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা এবং এটুআই-এর ঊর্ধ্বতন প্রতিনিধিগণ। প্রেসবিজ্ঞপ্তি।