লক্ষ্মীপুরে ২০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে আইডিয়াল ফাউন্ডেশন। শনিবার (২৯ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

বৃত্তি পরীক্ষায় প্রথম হয়ে ল্যাপটপ জিতেছে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আবির। দ্বিতীয় হয়েছে একই বিদ্যালয়ের জান্নাতুল মাওয়া মাহী এবং তৃতীয় হয়েছে পিটিআই সরকারি পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থী

লক্ষ্মীপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হামেদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, পরিচালক ফারুক হোসাইন নুরনবী, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার।