বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) “গবেষণার যাত্রা: প্রস্তাবনা থেকে থিসিস লেখালেখি” শীর্ষক দুদিনব্যাপী কর্মশালা শনিবার (১৭ মে) সফলভাবে সম্পন্ন হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মশালায় এমফিল ও পিএইচডি পর্যায়ের ৭০ জন গবেষক অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, প্রস্তাবনা থেকে থিসিস লেখার প্রতিটি ধাপে প্রাপ্ত জ্ঞান গবেষণার মান উন্নয়নে সহায়ক হবে এবং ভবিষ্যৎ গবেষণাকর্মকে আরও ফলপ্রসূ করবে।
কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন—বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোঃ শামীম, আইইউটি গাজীপুর-এর অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ, বাউবির আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশীদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর অধ্যাপক ড. আব্দুল কাদের মুহাম্মদ মাসুম, বাউবি ওপেন স্কুলের সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম ও খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ-এর সহকারী অধ্যাপক ড. মোঃ তরিকুল ইসলাম।
রিসোর্স পারসনগণ গবেষণা পদ্ধতি, থিসিসের অধ্যায়ভিত্তিক গঠন, সাহিত্য পর্যালোচনা, এসপিএসএস ও পাইথনের প্রাথমিক ধারণা এবং মেন্ডেলের ব্যবহার ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।