চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে ভিসি দপ্তরে গতকাল বুধবার বেলা ১১.৩০টায় সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের লিভারপুল ইউনিভার্সিটির প্রফেসর মার্ক ভিনে। এসময় উপস্থিত ছিলেন চবি প্রোসভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন সাইফুল খান, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ ইসলাম ও চবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের প্রফেসর ড. এ.এইচ.এম রায়হান সরকার। সাক্ষাৎকালে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং উচ্চ শিক্ষা বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। চবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আগত অতিথিকে স্বাগত জানিয়ে বলেন, আমরা গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণাকর্মের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে কাজ করছি। অনেকগুলো দেশের সাথে যৌথভাবে আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণামূলক কাজ করছে। এসময় ভিসি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। ভিসি যৌথভাবে গবেষণামূলক কাজ করার আগ্রহ প্রকাশ করেন। মাননীয় ভিসি আগত অতিথিকে নান্দনিক চবি ক্যাম্পাস ঘুরে দেখার ব্যবস্থা করেছেন। আগত অতিথি মাননীয় ভিসির আন্তরিকতা ও ক্যাম্পাসের সৌন্দর্যে অভিভূত হন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণামূলক কার্যক্রম করার আগ্রহ প্রকাশ করেন। প্রেসবিজ্ঞপ্তি।
শিক্ষাঙ্গন
চবি ভিসির সঙ্গে যুক্তরাজ্যের প্রফেসর মার্ক ভিনে-এর সাক্ষাৎ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে ভিসি দপ্তরে গতকাল বুধবার বেলা ১১.৩০টায় সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের লিভারপুল ইউনিভার্সিটির প্রফেসর
Printed Edition