আলীকদম (বান্দরবান) সংবাদদাতা : দীর্ঘ ১৪ বছরের আইনি জটিলতা এবং কমিটি গঠন প্রক্রিয়া স্থবিরতার পর অবশেষে আলীকদম উপজেলার চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সদস্য অন্তর্ভুক্তি নিয়ে চলা বিরোধের নিষ্পত্তি হয়েছে। সম্প্রতি আলীকদম প্রেসক্লাবে এক সমঝোতা বৈঠকে মামলার বাদী ও বিবাদীপক্ষের ঐকান্তিক প্রচেষ্টায় এই সমস্যার সমাধান সম্ভব হয়।
জানা যায়, প্রতিষ্ঠাতা ক্যাটাগরিতে সদস্য অন্তর্ভুক্তির দাবি নিয়ে জনাব মঞ্জুরুল ইসলাম কর্তৃক দায়েরকৃত এক মামলার জেরে বিগত ১৪ বছর ধরে বিদ্যালয়টিতে নিয়মিত কমিটি গঠন স্থগিত ছিল। আদালতের রায়ে মঞ্জুরুল ইসলামকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্তির আদেশ থাকলেও, তৎকালীন এডহক কমিটি আপিল দায়ের করে বিষয়টি দীর্ঘায়িত করে আসছিল।
এই দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে বৃহস্পতিবার বিকেল ৩টায় আলীকদম প্রেসক্লাবে বাদী জনাব মঞ্জুরুল ইসলাম এবং বিবাদীপক্ষে চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জসিম উদ্দিনের সম্মতিতে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লামা ও আলীকদমের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক জনাব ফারুক আহমেদ, শিক্ষক মোহাম্মদ জাফর আলী, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ.এম ইমতিয়াজ, মানবাধিকারকর্মী জনাব এম. রুহুল আমিন, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জুলফিকার আলী ভূট্টো, আলীকদম উপজেলা জামায়াতের আমীর জনাব মো. মাশুক এলাহী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ছাদেক মিয়া, আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি জয়দেব প্রমুখ।