তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা-এর বালক ও বালিকা শাখার সকল শিক্ষকদের নিয়ে শিক্ষক প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী’র সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ।
দিন ব্যাপী প্রশিক্ষণের মূল আলোকপাতের বিষয় ছিল শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিকতা সম্পন্ন আদর্শ জাতি গঠনের শিক্ষকদের অবদান। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও প্রজেক্টরের মাধ্যমে দিনব্যাপী শিক্ষকদের প্যারালাল প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন দেশের নামকরা বিভিন্ন আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।