DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

শিক্ষাঙ্গন

ইআবির জনসংযোগ দপ্তরের পরিচালকের দায়িত্বে মোহাম্মদ আলী

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালকের দায়িত্ব পেয়েছেন।

Printed Edition
Default Image - DS

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালকের দায়িত্ব পেয়েছেন।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. শামছুল আলমের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কাজের গতিশীলতার স্বার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি মূল দায়িত্বের পাশাপাশি এই দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ইতোপূর্বে মোহাম্মদ আলী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অফিস প্রধান হিসেবে প্রায় এক যুগ সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত আছেন। প্রেস বিজ্ঞপ্তি।