স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রথম সংবিধির ৬(৩) ধারা অনুযায়ী কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের (SARD) নতুন ডিন হিসেবে অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম নিয়োগ পেয়েছেন। তিনি রোববার (২৩ নভেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এবং ডিন পদে নিয়োগ দেওয়ায় বাউবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অধ্যাপক সিরাজুল ইসলাম বর্তমানে বাউবি ল্যাবরেটরি স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবং ইউজিসির HIT প্রকল্পের আওতায় চার মাস মেয়াদি Professional Development Training–এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সফলভাবে আইকিউএসি-এর পরিচালক ছিলেন।
বিশ্ববিদ্যালয় আশা প্রকাশ করেছে, তাঁর নেতৃত্বে কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের একাডেমিক, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ড আরও গতিশীল হবে।