বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা। গরাজধানীর একটি অভিজাত হোটেলে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ফেডারেশনের ১০১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়, যা ২০২৬-২০২৮ মেয়াদে দ্বি-বার্ষিকভাবে দায়িত্ব পালন করবে। এ পদে নির্বাচিত হওয়ায় গাকৃবির কর্মকর্তা-কর্মচারী ও সহকর্মীরা তাঁকে অভিনন্দন জানান। এসময় মোঃ আবদুল্লাহ্ মৃধা বলেন, এই দায়িত্ব সহকর্মীদের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং গত ৫ নভেম্বর গাকৃবির রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সততা ও মানবিক নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য, ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম।
শিক্ষাঙ্গন
আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা।
Printed Edition