আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রফিকুল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। ২ নবেম্বর রোববার সকাল ৯টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে উপজেলার শিক্ষক কর্মচারীদের অংশগ্রহনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচিতে সভাপত্বি করেন দক্ষিন তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবি এম আব্দুস সোবাহান। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, মোয়াজ্জেম হোসেন, মো. হানিফ মিয়া, সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন, মো. রেজাউল করিম (প্রমুখ)। জানা গেছে গত ২২ অক্টোবর মঙ্গলবার রাতে একই উপজেলার পশ্চিম চিলা আমিনিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মে. আমিনুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী বিদ্যালয়ের হোস্টেল থেকে শিক্ষক রফিকুল ইসলামকে তুলে নিয়ে যায়। চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন কলাবাগানে একটি ঘরে আটকে রেখে রাতভর তার উপরে অমানবিক নির্যাতন চালায়। পরেরদিন সকালে তাকে বিদ্যালয়ের কাছে রাস্তার উপড়ে ফেলে দিয়ে যায়। বিদ্যালয়ের শিক্ষকরা গুরুতর আহত অবস্থায় তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। এ ঘটনায় শিক্ষক রফিক বাদি হয়ে আমিনুল কে প্রধান আসামী করে গত ২৮ অক্টোবর আমতলী থানায় মামলা দায়ের করেন। শনিবার রাতে মামলার ৩নং আসামি তোতা মিয়া তালুকদার (৩৫)-কে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।
শিক্ষাঙ্গন
আমতলীতে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনার আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রফিকুল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। ২ নবেম্বর রোববার সকাল ৯টায় আমতলী উপজেলা
Printed Edition