স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণের জন্য উদ্ভাবিত কিটের কার্যকারিতা যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালাটি পরিচালনা করে ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই)।

‘ইউএসডিএ-এআরএস-বিডি বায়োটেকনোলজি রিসার্চ প্রজেক্ট’-এর আওতায় প্রধান গবেষক প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলামের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মশালায় গম ব্লাস্ট সৃষ্টিকারী ছত্রাক Magnaporthe oryzae Triticum (MoT) শনাক্তকরণে উদ্ভাবিত চঈজউ স্ট্রিপ পদ্ধতি উপস্থাপন করা হয়। মাত্র ৩০ মিনিটে, ৩০০-৪০০ টাকায় সুনির্দিষ্টভাবে জীবাণু শনাক্ত করতে সক্ষম এই কিট কৃষিক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মত দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন আইবিজিই পরিচালক প্রফেসর ড. শাহ মোহাম্মদ নাইমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।

বারি, বিরি, বিএডিসি, বিজেআরআই, বিডব্লিউএমআরআই, এসিআই, ব্র্যাক সিডসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পখাতের ৭০ জন প্রতিনিধি অংশ নেন। দ্বিতীয় পর্বে আইবিজিই-এর সহযোগী অধ্যাপক ড. দীপালী রাণী গুপ্তা হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এই কিট ব্যবহারে কৃষক ও গবেষকরা মাঠপর্যায়ে দ্রুত রোগ শনাক্ত করতে পারবেন, যা গম উৎপাদন রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। পরে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মশালার সমাপ্তি হয়।