সাকীফ বিন আলম, ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংস্কার আন্দোলনের এক জরিপে শিক্ষার্থীদের মূল্যায়নে দশে দুই পেয়ে দায়িত্ব পালনে ব্যর্থ প্রতিয়মান হয়েছেন ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। গত ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এক সংবাদ সম্মেলনে জরিপটির ফলাফল উপস্থাপন করে প্লাটফর্মটি। জরিপসূত্রে জানা যায়, অনলাইনে গুগল ফর্ম ও অফলাইনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের ১৩১২ জন শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে দশটি বিষয়কে মূল্যায়ন করে ফলাফল উপস্থাপন করা হয়। যেখানে ভিসির প্রাপ্ত মোট নাম্বার ৩২১৬ যার গড় নাম্বার ২.৪৫। যা রেটিং ক্যাটাগরি অনুযায়ী নিতান্তই কম।
জরিপে উপাচার্যের গত এক বছরের কর্মদক্ষতা মূল্যায়নে সেশনজট ও শিক্ষক সংকট নিরসন, সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার প্রক্রিয়া সম্পন্নকরণ, ক্যাম্পাস নিরাপত্তা, ছাত্র সংসদ গঠন, বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়ন, আবাসিক হলে খাবারের মানোন্নয়ন, গবেষণা বাজেট বৃদ্ধি, মেডিকেল সেন্টারের সেবার মান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা এবং পরিবহন সংকট নিরসন- এই ১০টি বিষয়ের ওপর তার ভূমিকা কতটা সফল ও সন্তোষজনক ছিল তা যাচাই করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উপাচার্যের এক বছরের কার্যকালে আশ্বাস ছাড়া কোনো অগ্রগতি হয়নি, এবং ছাত্র ও সামাজিক সংগঠনগুলোর বিভিন্ন দাবি, বিশেষ করে গত ৯ সেপ্টেম্বর উত্থাপিত ১৫ দফা দাবির কোনো বাস্তবায়ন না হওয়ার পাশাপাশি ছাত্র সভা-সমাবেশে অনুমতি বাধ্যতামূলক করার নির্দেশনা আরোপ করা হয়েছে। তাদের মতে, দাবি বাস্তবায়নে কোনো রোডম্যাপ না মেলায় পরিচালিত জরিপে ভিসি ১০-এ মাত্র ২.৪৫ পেয়ে অকৃতকার্য হয়েছেন, যা তার কার্যক্রমের ব্যর্থতা প্রতিফলিত করে।
উল্লেখ্য, জরিপে অংশ নেয়া ১৩১২ জন শিক্ষার্থীর মধ্যে আবাসিক ৮৭৬ জন ও অনাবাসিক ৪৩৬ জন। শিক্ষাবর্ষ ভিত্তিক জরিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন, ২০১৭-২০১৮ বর্ষের ৬ জন, ২০১৮-২০১৯ বর্ষের ৮০ জন, ২০১৯-২০২০ বর্ষের ১৮১ জন, ২০২০-২০২১ বর্ষের ৩৪৫ জন, ২০২১-২০২২ বর্ষের ২৯৩ জন, ২০২২-২০২৩ বর্ষের ২৭৪ জন ও ২০২৩-২০২৪ বর্ষের ১৩৩ জন। অন্যদিকে জরিপে রেটিং ক্যাটাগরি হিসেবে ১-৩ খারাপ, ৪-৬ মোটামুটি, ৭-৮ ভালো, ৯-১০ অতি ভালো বিবেচনা করা হয়।