জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান অধিকতর উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং মাস্টারপ্ল্যান ব্যতীত সব ধরনের ভবন নির্মাণ ও স্থাপনা স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’-এর পক্ষে পাঠানো ৫ মে ২০২৫ তারিখের স্মারকলিপির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের মতামত চাওয়া হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য রক্ষা, গাছ কাটা ও জলাশয় ভরাট বন্ধ এবং রাজউকের অনুমোদন ব্যতীত ভবন নির্মাণ বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করে একটি স্মারকলিপি প্রদান করে ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’।