ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে (সাত কলেজ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ২২ ও ২৩ আগস্ট।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস।
তিনি বলেন, দুই দিনের মধ্যে আমরা তিনটি ইউনিটের পরীক্ষা গ্রহণ করব। আগমী ২২ আগস্ট বিকেলে মানবিক ইউনিট, ২৩ আগস্ট সকালে বিজ্ঞান ইউনিট এবং বিকেলে ব্যবসা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবগুলো পরীক্ষার সেন্টার ঢাকায় হবে।
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, পরীক্ষার কারিগরি সহযোগিতা দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ভর্তি প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে পরিচালনার লক্ষ্যে আগামী সপ্তাহের শনিবার আবারও একটি সভা ডাকা হয়েছে। সেই বৈঠকের পর ভর্তি বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশ করা হবে।
এর আগে, গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন দেয়। সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত স্মারকে উল্লেখ করা হয় যে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৭ জুলাইয়ের চিঠির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।