খুলনা মহানগরীর আলিশান মোড়ে অবস্থিত আন্তরিক লাইফ প্রিপারেটরি স্কুল ও আন্তরিক ক্যাডেট মাদরাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও প্যারেন্টস ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ডা. জাকিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খান। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি ও দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা এবং বরিশালের কীর্তনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা বেবী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রোকসানা সুলতানা, রিজিয়া সুলতানা, শবনম মুস্তারীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুসরাত জাহান মাজেদা ও আশা আক্তার কান্তা। অনুষ্ঠানের শেষ পর্বে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি করে।
প্রধান অতিথির বক্তৃতায় আহমদ আলী খান বলেন, একজন মানুষকে আদর্শ মানুষ হতে হলে তাকে সৎ হতে হবে, দেশমাতৃকার জন্য অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে এবং নিজের ধর্মের প্রতি অনুরাগী হতে হবে। এই গুণাবলি শহীদ বিপ্লবী হাদীর জীবনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের শহীদ বিপ্লবী হাদীর আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জানেই সীমাবদ্ধ থাকলে চলবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সহশিক্ষা কার্যক্রম ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশ ঘটাতে হবে। তবেই শিক্ষার্থীরা ভবিষ্যতে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
সভাপতির বক্তব্যে ডা. জাকিরুল ইসলাম ইসলাম বলেন, আন্তরিক লাইফ প্রিপারেটরি স্কুল ও আন্তরিক ক্যাডেট মাদরাসা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।