DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

শিক্ষাঙ্গন

গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি ২০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে গুচ্ছ (জিএসটি) ভর্তি পরীক্ষা। বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ভিসি অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ।

Printed Edition

স্টাফ রিপোর্টার: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি ২০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে গুচ্ছ (জিএসটি) ভর্তি পরীক্ষা। বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ভিসি অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ।

গতকাল মঙ্গলবার জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অডিটরিয়ামে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটি সভা অনুষ্ঠিত হয়। এর আগে গুচ্ছে থাকতে ইউজিসির বাইরে বিক্ষোভ করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গুচ্ছে থাকছে বিশ্ববিদ্যালয়গুলো এই ঘোষণার পর ইউজিসির প্রবেশ পথ ছাড়েন শিক্ষার্থীরা।

সভা শেষে ইউজিসি সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান, গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ারুল আজিমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা এসে ২০ বিশ্ববিদ্যালয় অংশ নেয়ার বিষয়ে আশ্বস্ত করেন আন্দোলনরত শিক্ষার্থীদের।