দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন।
মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান এ তফসিল ঘোষণা করেন।
কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনের দিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে সঙ্গে সঙ্গেই গণনা শুরু হবে এবং একই দিন সিনেট ভবনের সম্মেলন কক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হবে। এর পর হল ইউনিয়ন নির্বাচনের ফলাফল সংশ্লিষ্ট ছাত্রাবাস থেকে প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট বিকেল ৩টা।
মনোনয়ন যাচাই-বাছাই ২০ আগস্ট এবং প্রাথমিক প্রার্থীতালিকা ২১ আগস্ট দুপুর ১টায় প্রকাশ করা হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট এবং চূড়ান্ত প্রার্থীতালিকা ২৬ আগস্ট বিকেল ৪টায় প্রকাশ করা হবে।