ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২১ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. জুলফিকুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শনিবার সকালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৬ শিক্ষার্থীর বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাস্তা অবরোধ করে। তখন শিক্ষার্থীদের সাথে পুলিশের হাতাহাতির ঘটনাও ঘটে। পরে ৫ দফা দাবি জানিয়ে আবারও রাস্তায় অবস্থান কর্মসূচি চালায় শিক্ষার্থীরা। ৭ ঘণ্টা ধরে চলে তাদের অবস্থান কর্মসূচি।
গত এপ্রিল মাসে এক শিক্ষার্থীর বাবা মারা যাবার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি। পরে বাবার মৃত্যু সনদ দেখিয়ে পরীক্ষায় বসতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন মৃত্যু সনদের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে। এরপর সকল শিক্ষার্থীদের তোপের মুখে বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ কয়েক পদত্যাগ করতে বাধ্য হন।
এঘটনার পরে ভিসি ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয় শিক্ষার্থীরা। তার প্রেক্ষিতে ৪১ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়। যার মধ্যে ২৬ জনকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছিল। এমন পরিস্থিতে গত এপ্রিল মাস থেকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২ মাস ধরে বন্ধ থাকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।