বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের গেস্টরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা ভোট বর্জনের এ ঘোষণা দেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের গেস্টরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা ভোট বর্জনের এ ঘোষণা দেন।
এসময় তারা জাকসু নির্বাচনকে একটি প্রহসনের নির্বাচন বলে আখ্যায়িত করেন। এছাড়াও তারা বেশ কিছু অভিযোগ আনেন। এর মধ্যে রয়েছে অতিরিক্ত প্যালট পেপার ছাপানো ও কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ।
তবে এসব বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করলে তারা এড়িয়ে যান এবং পরে জানাবেন বলে জানান।
এ সময় প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো: শেখ সাদী হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।