স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের তরুণ-তরুণীদের কর্মমুখী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। রবিবার মিরপুরের বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে “ব্লু ইকোনমি গ্রোথ ইনিসিয়েটিভস ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনারে গেস্ট অব অনার হিসেবে বক্তৃতা দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
ভিসি বলেন, বঙ্গোপসাগরের বিশাল সম্পদ আহরণের সক্ষমতা বৃদ্ধি ও সমুদ্র, পর্যটন ও বিমান খাতের দক্ষ জনবল তৈরি করতে সারাদেশের তরুণ-তরুণীদের পেশাদার কোর্সে যুক্ত করতে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে এবং আন্তর্জাতিক খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও সংস্থার সঙ্গে যৌথ অংশীদারিত্বের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সেমিনারটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি ল্যাব এবং মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেরিটাইম বিজনেস স্টাডিজ যৌথভাবে আয়োজন করে। অনুষ্ঠানে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি জানান, দক্ষ জনবল তৈরিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
সেমিনারে “ব্লু হোরাইজনস: লিভারেজিং এআই ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’স মেরিটাইম ইকোনমি” এবং “কোস্টাল অ্যান্ড মেরিটাইম ট্যুরিজম: সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস ফর বাংলাদেশ” বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. রমিজ উদ্দিন ও প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন ভূইয়াঁ। সমাপনি বক্তব্য দেন প্রফেসর ড. মোঃ আবুদ্দারদা।