শহিদুল্লাহ মনসুর, জাবি প্রতিনিধি: আসন্ন ৪২তম সিনেট অধিবেশন থেকে আওয়ামী ‘দোসর’দের বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সচেতন শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ জুন) রাতে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসানের কাছে তারা এ সংক্রান্ত একটি স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে বলা হয়, “আগামীকাল অনুষ্ঠিতব্য বাৎসরিক সিনেট অধিবেশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভা। উক্ত সভায় নির্ধারিত হবে বিশ্ববিদ্যালয়ের জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ।”
তারা অভিযোগ করে, “জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে, হাজারো ছাত্র-জনতার রক্তের উপর শপথ নেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও সিনেটের মতো একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র জায়গাকে আওয়ামী দোসরমুক্ত করতে পারেনি। আমাদের বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করতে হচ্ছে—সিনেট অধিবেশনে এমন কিছু ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে, যাদের হাতে লেগে আছে ছাত্র-জনতার রক্ত। এদের সিনেট সদস্যপদ থেকে অপসারণে প্রশাসনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই।”
শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, “এটি স্পষ্ট করে যে, প্রশাসনের সঙ্গে আওয়ামী দোসরদের মধ্যে কোনো আপোষ বা আতাঁত হয়েছে কি না, তা নিয়ে আমাদের গভীর সন্দেহ তৈরি হয়েছে।”
স্মারকলিপিতে অধিবেশনকে 'প্রহসন' আখ্যা দিয়ে বলা হয়, “সচেতনভাবে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্ত করে আয়োজিত সিনেট অধিবেশন গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে প্রতারণার শামিল। জাহাঙ্গীরনগরের সচেতন শিক্ষার্থীরা কোনোভাবেই এই অধিবেশন মেনে নেবে না।”
শেষে শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অনতিবিলম্বে সিনেট সদস্যদের মধ্য থেকে আওয়ামী দোসরদের অপসারণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে এই সিনেট অধিবেশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।”