গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা স্বাক্ষরিত অফিস আদেশে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি বর্তমান ডিন প্রফেসর ড. মোঃ রমিজ উদ্দিন মিঞার স্থলাভিষিক্ত হলেন এবং ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে পরবর্তী দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। ড. তোফাজ্জল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিস্টিংসনসহ পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি গাকৃবির ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিষ্ঠাতা পরিচালক এবং এর আগে আন্তর্জাতিক বিষয়ক বিভাগসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। গবেষণাক্ষেত্রে তাঁর সবচেয়ে আলোচিত অবদান ২০১৬ সালে বাংলাদেশে গমের ব্লাস্ট রোগ শনাক্তে আন্তর্জাতিক বিজ্ঞানী দলের নেতৃত্ব প্রদান।