ইবি রিপোর্টার : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং বাংলাদেশ এ্যকাউন্টিং এ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে এ দিবস উদযাপিত হয়। সোমবার বেলা সাড়ে ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বিভাগের সভাপতি ড. আব্দুস সবুর এর সভাপতিত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ড. আবু সিনা, ড. কাজী আকতার হোসেন, ড. অরবিন্দ সাহা, আব্দুস শাহীদ মিয়া, ড. জাকির হোসেন, অধ্যাপক জামাল উদ্দিন,সহকারী অধ্যাপক কামাল হোসেন, ইসরাত জাহান, নাজমুল হুদা, কামাল উদ্দিন ও জাফর আলী। এছাড়াও বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।