জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে শাখা সভাপতি মুহিবুর রহমান মহিব বলেন, “জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দীর্ঘ ৩৩ বছর পর ছাত্রদের প্রাপ্য সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।”
বিবৃতিতে তিনি আরও বলেন, “আমরা আশা করি, নির্বাচনের পূর্বে জুলাইয়ে সংঘটিত হামলার সুষ্ঠু বিচার, একটি অংশগ্রহণমূলক, নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করে যথাসময়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে জাবি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করবে।”
তিনি বলেন, “শিক্ষার্থীরা ইতোমধ্যে অনেক ধৈর্য ও সংযম দেখিয়েছে। অতএব, এখান থেকে আর কোনো কালক্ষেপণের চিন্তা প্রশাসনের পক্ষ থেকে এলে তা হবে শিক্ষার্থীদের ইচ্ছার পরিপন্থী। আমরা প্রশাসনকে স্মরণ করিয়ে দিতে চাই— শিক্ষার্থীদের চাওয়া উপেক্ষা করা কখনোই কারো জন্য মঙ্গলজনক হয়নি।”