যশোর সংবাদদাতা : সারাদেশের ন্যায় যশোর শিক্ষা বোর্ডেও শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষার মধ্য দিয়ে খুলনা বিভাগের ১০ জেলার ৫৭৫টি কলেজের ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবারের পরীক্ষায় মোট ২৪০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৭ হাজার ৮৫৪ জন এবং ছাত্রী রয়েছে ৫৮ হাজার ৪৭২ জন। তিনটি বিভাগের মধ্যে বিজ্ঞান বিভাগে ২২ হাজার ৭৭ জন, মানবিক বিভাগে ৮১ হাজার ৪৭৬ জন এবং বাণিজ্য বিভাগে অংশ নিচ্ছে ১২ হাজার ৭৬৪ জন শিক্ষার্থী।
পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের মধ্যে ছিল উত্তেজনা ও কিছুটা দুশ্চিন্তা। তবে বেশিরভাগ পরীক্ষার্থী জানিয়েছেন, জুলাই মাসের রাজনৈতিক অস্থিরতার কারণে পড়াশোনায় সামান্য বিঘ্ন ঘটলেও শেষ সময়ে প্রস্তুতি ভালো ছিল। পরীক্ষা নিয়ে আশাবাদী তারা।
এদিকে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোসাম্মৎ আসমা বেগম বলেন, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে বোর্ডের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া একাধিক ভিজিলেন্স টিম মাঠে কাজ করছে। তিনি আরও জানান, কোথাও যাতে প্রশ্নফাঁস বা অনৈতিক কোনো কর্মকা- না ঘটে সে ব্যাপারে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। পরীক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠু ও সুশৃঙ্খল রাখতে বোর্ড কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
উল্লেখ্য, এবারের এইচএসসি পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হয়ে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে।