স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি বলেন, ১৯৭১ সালে মেজর জিয়াউর রহমান যেমন জীবন ও পরিবারের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তেমনি তাঁর সহধর্মিণী বেগম খালেদা জিয়াও আজীবন দেশ ও মানুষের জন্য আপসহীন সংগ্রাম করে গেছেন।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাডেমিক ভবনের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ভিসি।

তিনি বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর জীবন ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করলেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব হবে।

স্মরণসভায় আরও বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভিসি প্রফেসর ড. মো. নূরুল ইসলাম এবং ট্রেজারার, প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম।

এর আগে স্মরণসভায় বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে শোক প্রস্তাব পাঠ, এক মিনিট নীরবতা পালন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নাজিম উদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক, মোঃ এনামুল করিম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোঃ আশেক কবির চৌধুরী, ফ্যাকাল্টি অব ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’র চেয়ারম্যান প্রফেসর ড. ফকির রফিকুল আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মো. আকরাম হোসেন, মাসুদুর রহমান, আলমগীর হোসেন সরকার, রবিউল ইসলাম, ইয়াকুব মিয়া ও মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।